Skip to main content

قُلْ سِيْرُوْا فِى الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ مِنْ قَبْلُۗ كَانَ اَكْثَرُهُمْ مُّشْرِكِيْنَ  ( الروم: ٤٢ )

Say
قُلْ
বলো( হে নাবী )
"Travel
سِيرُوا۟
"তোমরা ভ্রমণ করো
in
فِى
মধ্যে
the earth
ٱلْأَرْضِ
পৃথিবীর
and see
فَٱنظُرُوا۟
অতঃপর লক্ষ্য করো
how
كَيْفَ
কেমন
was
كَانَ
ছিলো
(the) end
عَٰقِبَةُ
( তাদের ) পরিণাম
(of) those who
ٱلَّذِينَ
যারা
(were) before
مِن
থেকে
(were) before
قَبْلُۚ
পূর্ব ( ছিলো )
Most of them were
كَانَ
ছিলো
Most of them were
أَكْثَرُهُم
অধিকাংশ তাদের
polytheists"
مُّشْرِكِينَ
মুশরেক"

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

বল, পৃথিবীতে পরিভ্রমণ কর, অতঃপর দেখ আগে যারা ছিল তাদের পরিণাম কী হয়েছে। তাদের অধিকাংশই ছিল মুশরিক।

English Sahih:

Say, [O Muhammad], "Travel through the land and observe how was the end of those before. Most of them were associators [of others with Allah].

1 Tafsir Ahsanul Bayaan

বল, ‘তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করে দেখ, তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কিরূপ হয়েছে। ওদের অধিকাংশই ছিল অংশীবাদী।’[১]

[১] এখানে বিশেষ করে অংশীবাদী ও মুশরিকদের কথা উল্লেখ হয়েছে। যেহেতু শিরক হল সবচাইতে বড় গোনাহ। এ ছাড়াও এতে অন্যান্য পাপাচার ও অবাধ্যতাও এসে যায়। কারণ, অন্যান্য পাপও মানুষ নিজের প্রবৃত্তি-পূজার ফলেই করে থাকে। এই জন্য অনেকেই পাপ ও অবাধ্যাচরণকে আমলগত শিরক বলে আখ্যায়িত করেছেন।