Skip to main content

وَالْقُرْاٰنِ الْحَكِيْمِۙ   ( يس: ٢ )

By the Quran
وَٱلْقُرْءَانِ
শপথ কুরআনের (যা)
the Wise
ٱلْحَكِيمِ
জ্ঞানময় (বিজ্ঞানময়)।

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

শপথ হিকমতপূর্ণ কুরআনের।

English Sahih:

By the wise Quran,

1 Tafsir Ahsanul Bayaan

জ্ঞানগর্ভ কুরআনের শপথ, [১]

[১] অথবা এর অর্থ, সুবিন্যস্ত কুরআনের, যা শব্দছন্দ ও অর্থের দিক থেকে সুবিন্যস্ত ও মজবুত। وَ শপথের জন্য ব্যবহার করা হয়েছে শপথের জওয়াব পরবর্তী আয়াতে।