Skip to main content

সূরা আস-সাফফাত শ্লোক 15

وَقَالُوٓا۟
এবং তারা বলে
إِنْ
"নয়
هَٰذَآ
এটা
إِلَّا
এ ব্যতীত
سِحْرٌ
জাদু
مُّبِينٌ
সুস্পষ্ট

তাফসীর তাইসীরুল কুরআন:

আর তারা বলে- ‘এটা স্পষ্ট যাদু ছাড়া আর কিছুই না।’

1 আহসানুল বায়ান | Tafsir Ahsanul Bayaan

এবং বলে, ‘এতো এক স্পষ্ট যাদু ছাড়া কিছু নয়। [১]

[১] অর্থাৎ, নসীহত গ্রহণ না করা তাদের স্বভাব। আর কোন সুস্পষ্ট প্রমাণ বা মু'জেযা দেখানো হলে বিদ্রূপ করে এবং তা যাদু ভাবে।

2 আবু বকর মুহাম্মাদ যাকারিয়া | Tafsir Abu Bakr Zakaria

এবং বলে, 'এটা তো এক সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়।

3 আল-বায়ান ফাউন্ডেশন | Tafsir Bayaan Foundation

আর বলে, ‘এতো স্পষ্ট যাদু ছাড়া আর কিছুই নয়’!

4 মুহিউদ্দীন খান | Muhiuddin Khan

এবং বলে, কিছুই নয়, এযে স্পষ্ট যাদু।

5 জহুরুল হক | Zohurul Hoque

আর বলে -- ''এটি স্পষ্ট জাদু বৈ তো নয়’’,