Skip to main content
bismillah

وَٱلصَّٰٓفَّٰتِ
শপথ সারি বেঁধে দাঁড়ায় যারা
صَفًّا
সারি সারি

শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দাঁড়ানো,

ব্যাখ্যা

فَٱلزَّٰجِرَٰتِ
অতঃপর (শপথ) ধমকদানকারীদের
زَجْرًا
সজোরে

অতঃপর যারা ধমক দিয়ে তিরস্কার করে তাদের শপথ,

ব্যাখ্যা

فَٱلتَّٰلِيَٰتِ
অতঃপর (শপথ তাদের) পাঠকদের
ذِكْرًا
উপদেশবাণী

আর যারা (আল্লাহর) যিকর আবৃত্তিতে লিপ্ত,

ব্যাখ্যা

إِنَّ
নিশ্চয়ই
إِلَٰهَكُمْ
তোমাদের ইলাহ
لَوَٰحِدٌ
একজন অবশ্যই

তোমাদের প্রকৃত ইলাহ অবশ্য একজন।

ব্যাখ্যা

رَّبُّ
(তিনি) রব
ٱلسَّمَٰوَٰتِ
আকাশের
وَٱلْأَرْضِ
ও পৃৃথিবীর
وَمَا
এবং যা কিছু (আছে)
بَيْنَهُمَا
তাদের উভয়ের মাঝে
وَرَبُّ
এবং রব
ٱلْمَشَٰرِقِ
উদয়স্থলসমূহের

যিনি আসমান, যমীন আর এ দু’য়ের মাঝে যা আছে এবং সকল উদয় স্থলের মালিক।

ব্যাখ্যা

إِنَّا
নিশ্চয়ই আমরা
زَيَّنَّا
আমরা সৃুশোভিত করেছি
ٱلسَّمَآءَ
আকাশকে
ٱلدُّنْيَا
কাছের
بِزِينَةٍ
চাকচিক্য দ্বারা
ٱلْكَوَاكِبِ
তারকাদের

আমি নিকটবর্তী আসমানকে তারকারাজির সৌন্দর্য দ্বারা সুশোভিত করেছি,

ব্যাখ্যা

وَحِفْظًا
এবং (তাকে) (আমরা করেছি) সংরক্ষণ
مِّن
হ'তে
كُلِّ
প্রত্যেক
شَيْطَٰنٍ
শয়তানের
مَّارِدٍ
(যারা) অবাধ্য

আর (এটা করেছি) প্রত্যেক বিদ্রোহী শয়ত্বান থেকে সুরক্ষার ব্যবস্থা হিসেবে।

ব্যাখ্যা

لَّا
না
يَسَّمَّعُونَ
তারা শুনতে পায়
إِلَى
(কোন কথা) হ'তে
ٱلْمَلَإِ
জগৎ
ٱلْأَعْلَىٰ
ওপরের
وَيُقْذَفُونَ
এবং নিক্ষেপ করা হয়
مِن
থেকে
كُلِّ
প্রত্যেক
جَانِبٍ
দিক

যার ফলে তারা উচ্চতর জগতের কিছু শুনতে পারে না, চতুর্দিক থেকে তাদের প্রতি নিক্ষেপ করা হয় (উল্কাপিন্ড)

ব্যাখ্যা

دُحُورًاۖ
তাড়ানোর (জন্যে)
وَلَهُمْ
এবং তাদের জন্যে রয়েছে
عَذَابٌ
শাস্তি
وَاصِبٌ
অবিরাম

(তাদেরকে) তাড়ানোর জন্য। তাদের জন্য আছে বিরামহীন শাস্তি।

ব্যাখ্যা

إِلَّا
তবে
مَنْ
যে
خَطِفَ
হঠাৎ করে (শুনে) নেয়
ٱلْخَطْفَةَ
হঠাৎ নেওয়া
فَأَتْبَعَهُۥ
তাকে তখন অনুসরণ করে
شِهَابٌ
উল্কা
ثَاقِبٌ
জ্বলন্ত

তবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পিছু নেয়।

ব্যাখ্যা
কুরআন মজীদ :
আস-সাফফাত
القرآن الكريم:الصافات
আধিপত্য একটি আয়াত (سجدة):-
সূরা নাম (latin):As-Saffat
সূরা না:37
আয়াত:182
মোট শব্দ:860
মোট অক্ষর:3826
রুকু সংখ্যা:5
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:56
শ্লোক থেকে শুরু:3788