Skip to main content

فَٱسْتَفْتِهِمْ
তাদেরকে অতঃপর জিজ্ঞেস করো
أَهُمْ
"তারা কি
أَشَدُّ
বেশী কঠিন
خَلْقًا
সৃষ্টি হিসেবে
أَم
অথবা
مَّنْ
(অন্য) যা কিছু
خَلَقْنَآۚ
আমরা সৃষ্টি করেছি"
إِنَّا
নিশ্চয়ই আমরা
خَلَقْنَٰهُم
তাদেরকে আমরা সৃষ্টি করেছি
مِّن
থেকে
طِينٍ
মাটি
لَّازِبٍۭ
(যা) এঁটেল

তাদেরকে জিজ্ঞেস কর- সৃষ্টির ক্ষেত্রে কি তারাই বেশি প্রবল, না আমি অন্য যা কিছু সৃষ্টি করেছি তা (বেশি প্রবল)? আমি তো তাদেরকে সৃষ্টি করেছি (অতি নগণ্য) মাটি থেকে।

ব্যাখ্যা

بَلْ
বরং
عَجِبْتَ
তুমি অবাক হচ্ছো
وَيَسْخَرُونَ
আর তারা বিদ্রূপ করছে

(আল্লাহর শক্তি-ক্ষমতা-মহিমা দেখে) তুমি কর বিস্ময়বোধ, আর তারা করে বিদ্রূপ।

ব্যাখ্যা

وَإِذَا
এবং যখন
ذُكِّرُوا۟
তাদের উপদেশ দেয়া হয়
لَا
না
يَذْكُرُونَ
তারা উপদেশ গ্রহণ করে

তাদেরকে উপদেশ দেয়া হলে তারা উপদেশ নেয় না।

ব্যাখ্যা

وَإِذَا
এবং যখন
رَأَوْا۟
তারা দেখে
ءَايَةً
কোনো নিদর্শন
يَسْتَسْخِرُونَ
তারা উপহাস করে

তারা আল্লাহর কোন নিদর্শন দেখলে ঠাট্টা করে।

ব্যাখ্যা

وَقَالُوٓا۟
এবং তারা বলে
إِنْ
"নয়
هَٰذَآ
এটা
إِلَّا
এ ব্যতীত
سِحْرٌ
জাদু
مُّبِينٌ
সুস্পষ্ট

আর তারা বলে- ‘এটা স্পষ্ট যাদু ছাড়া আর কিছুই না।’

ব্যাখ্যা

أَءِذَا
কি যখন
مِتْنَا
আমরা মরে যাব
وَكُنَّا
এবং আমরা হয়ে যাব
تُرَابًا
মাটি
وَعِظَٰمًا
ও হাড়
أَءِنَّا
নিশ্চয়ই কি আমরা
لَمَبْعُوثُونَ
আমাদেরকে উঠানো হবে অবশ্যই

আমরা যখন মরব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনো কি আমাদেরকে আবার জীবিত করে উঠানো হবে?

ব্যাখ্যা

أَوَءَابَآؤُنَا
এবং কি (উঠানো হবে) আমাদের পিতৃপুরুষদেরকেও
ٱلْأَوَّلُونَ
পূর্বকালের"

এবং আমাদের পূর্বপুরুষদেরকেও (উঠানো হবে)?’

ব্যাখ্যা

قُلْ
বলো
نَعَمْ
"হ্যাঁ
وَأَنتُمْ
এবং তোমরা
دَٰخِرُونَ
অপমানিত হবে"

তাদেরকে বল, ‘হাঁ, এবং তোমরা হবে লাঞ্ছিত।’

ব্যাখ্যা

فَإِنَّمَا
মূলতঃ
هِىَ
তা (হবে)
زَجْرَةٌ
বিকট শব্দ কম্পন
وَٰحِدَةٌ
একটি (মাত্র)
فَإِذَا
অতঃপর তখন
هُمْ
তারা
يَنظُرُونَ
দেখবে

ওটা (হবে) মাত্র একটা প্রচন্ড শব্দ, আর তখনই তারা স্বচক্ষে (সব কিছু) দেখতে পাবে।

ব্যাখ্যা

وَقَالُوا۟
এবং তারা বলবে
يَٰوَيْلَنَا
"আমাদের দুর্ভোগ হায়
هَٰذَا
এটাই
يَوْمُ
দিন
ٱلدِّينِ
বিচারের"

তারা আরো বলবে- ‘‘হায় আমাদের দুর্ভাগ্য! এটাই তো কর্মফলের দিন।’

ব্যাখ্যা