Skip to main content

اِذْ عُرِضَ عَلَيْهِ بِالْعَشِيِّ الصّٰفِنٰتُ الْجِيَادُۙ  ( ص: ٣١ )

When
إِذْ
(স্মরণ করো) যখন
were displayed
عُرِضَ
উপস্হিত করা হলো
to him
عَلَيْهِ
তার সামনে
in the afternoon
بِٱلْعَشِىِّ
সন্ধ্যায়
excellent bred steeds
ٱلصَّٰفِنَٰتُ
দ্রুতগামী ঘোড়াসমূহ
excellent bred steeds
ٱلْجِيَادُ
উৎকৃষ্টমানের (ঘোড়া)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যখন তার সামনে সন্ধ্যাকালে উৎকৃষ্ট জাতের দ্রুতগামী অশ্ব উপস্থিত করা হল,

English Sahih:

[Mention] when there were exhibited before him in the afternoon the poised [standing] racehorses.

1 Tafsir Ahsanul Bayaan

যখন অপরাহ্নে তার সম্মুখে সুশিক্ষিত দ্রুতগামী অশ্বরাজিকে উপস্থিত করা হল,[১]

[১] صَافِنَاتٌ - صَافِنٌ বা صَافِنَاةٌ এর বহুবচন। এর মানে এমন অশ্বরাজি যা তিন পায়ে ভর করে দাঁড়ায়। جِيَادٌ جَوَادٌ এর বহুবচন। এর অর্থ দ্রুতগামী অশ্বরাজি। অর্থাৎ সুলাইমান (আঃ)-এর সামনে জিহাদের জন্য পালিত উৎকৃষ্ট (প্রশিক্ষণপ্রাপ্ত) দ্রুতগামী অশ্বরাজি পরিদর্শনের জন্য পেশ করা হল। عَشِيٌّ যোহর বা আসর থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সময়কে বলা হয়, আমরা যাকে অপরাহণ বা বিকাল বলে থাকি।