مَنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ مُّرِيْبٍۙ ( ق: ٢٥ )
Forbidder
مَّنَّاعٍ
প্রবল বাধাদান কারী
of good
لِّلْخَيْرِ
কল্যাণ (কাজের)
transgressor
مُعْتَدٍ
সীমা লংঘনকারী
doubter
مُّرِيبٍ
সন্দেহপোষণকারী
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
(যারা ছিল) কল্যাণের প্রতিবন্ধক, সীমালঙ্ঘনকারী ও সন্দিগ্ধ চিত্ত।
English Sahih:
Preventer of good, aggressor, and doubter,
1 Tafsir Ahsanul Bayaan
কল্যাণকর কাজে প্রবল বাধাদানকারী, সীমালংঘনকারী ও সন্দেহ পোষণকারী।
2 Tafsir Abu Bakr Zakaria
কল্যাণকর কাজে প্রবল বাধাদানকারী, সীমলঙ্ঘনকারী ও সন্দেহ পোষণকারী [১]।
[১] মূল আয়াতে مريب শব্দ ব্যবহৃত হয়েছে। এ শব্দটির দু’টি অর্থ এক, সন্দেহপোষণকারী। দুই, সন্দেহের মধ্যে নিক্ষেপকারী। [ইবন কাসীর]
3 Tafsir Bayaan Foundation
কল্যাণকর কাজে প্রবল বাধাদানকারী সীমালঙ্ঘনকারী, সন্দেহ পোষণকারীকে।
4 Muhiuddin Khan
যে বাধা দিত মঙ্গলজনক কাজে, সীমালঙ্ঘনকারী, সন্দেহ পোষণকারীকে।
5 Zohurul Hoque
''ভালো কাজে নিষেধকারীকে, সীমালংঘনকারীকে, সন্দেহকারীকে --
- القرآن الكريم - ق٥٠ :٢٥
Qaf 50:25