اَلشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍۙ ( الرحمن: ٥ )
The sun
ٱلشَّمْسُ
সূর্য
and the moon
وَٱلْقَمَرُ
ও চাঁদ
by (precise) calculation
بِحُسْبَانٍ
একটি হিসাব অনুসরণ করেই চলে
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
সূর্য ও চন্দ্র আবর্তন করে সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী।
English Sahih:
The sun and the moon [move] by precise calculation,