Skip to main content

আল হাক্বক্বাহ শ্লোক ১৯

فَاَمَّا مَنْ اُوْتِيَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖ فَيَقُوْلُ هَاۤؤُمُ اقْرَءُوْا كِتٰبِيَهْۚ   ( الحاقة: ١٩ )

Then as for
فَأَمَّا
আর
(him) who
مَنْ
যাকে
is given
أُوتِىَ
দেয়া হবে
his record
كِتَٰبَهُۥ
তার আমলনামা
in his right hand
بِيَمِينِهِۦ
তাঁর ডান হাতে
will say
فَيَقُولُ
সে বলবে অতংপর
"Here
هَآؤُمُ
"এখানে,
read
ٱقْرَءُوا۟
তোমরা পড়
my record!
كِتَٰبِيَهْ
আমার আমলনামা

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তখন যাকে তার ‘আমালনামা তার ডান হাতে দেয়া হবে সে বলবে, ‘এই যে আমার ‘আমালানামা পড়ে দেখ,

English Sahih:

So as for he who is given his record in his right hand, he will say, "Here, read my record!

1 Tafsir Ahsanul Bayaan

সুতরাং যাকে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে[১] সে বলবে, ‘এই নাও, আমার আমলনামা পড়ে দেখ; [২]

[১] যা তার সৌভাগ্য, মুক্তি ও সাফল্যের দলীল হবে।

[২] অর্থাৎ, সে অত্যধিক খুশী হয়ে সকলকে বলবে যে, 'নাও পড়। আমার আমলনামা তো আমি পেয়ে গেছি।' কারণ সে জেনে যাবে যে, এতে কেবল পুণ্যসমূহই থাকবে। কিছু পাপ থাকলেও আল্লাহ হয়তো তা ক্ষমা করে দেবেন অথবা সে পাপগুলোকে পুণ্যে পরিবর্তন করে দেবেন। যেমন, মহান আল্লাহ ঈমানদারদের সাথে দয়া ও অনুগ্রহের এমনতর বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবেন।