Skip to main content

আল হাক্বক্বাহ শ্লোক ২২

فِيْ جَنَّةٍ عَالِيَةٍۙ  ( الحاقة: ٢٢ )

In
فِى
মধ্যে
a Garden
جَنَّةٍ
জান্নাতের
elevated
عَالِيَةٍ
সুউচ্চ

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

উচ্চতম মর্যাদার জান্নাতে,

English Sahih:

In an elevated garden,

1 Tafsir Ahsanul Bayaan

সুউচ্চ জান্নাতে। [১]

[১] জান্নাতের বিভিন্ন স্তর হবে। প্রত্যেক স্তরের মাঝে বহু ব্যবধান থাকবে। যেমন, মুজাহিদদের ব্যাপারে নবী (সাঃ) বলেছেন, "জান্নাতে একশত স্তর আছে, যা আল্লাহ তাআলা তাঁর পথে মুজাহিদদের জন্য তৈরী করে রেখেছেন। দু'টি স্তরের মধ্যেকার ব্যবধান হল আসমান ও যমীনের দূরত্বের সমান।" (বুখারীঃ জিহাদ অধ্যায়, মুসলিমঃ ইমারাহ অধ্যায়)