Skip to main content

আল হাক্বক্বাহ শ্লোক ৩৩

اِنَّهٗ كَانَ لَا يُؤْمِنُ بِاللّٰهِ الْعَظِيْمِۙ  ( الحاقة: ٣٣ )

Indeed, he
إِنَّهُۥ
সে নিশ্চয়
(did)
كَانَ
ছিল
not
لَا
না
believe
يُؤْمِنُ
বিশ্বাসী
in Allah
بِٱللَّهِ
আল্লাহতে
the Most Great
ٱلْعَظِيمِ
মহান,

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সে মহান আল্লাহর উপর ঈমান আনেনি,

English Sahih:

Indeed, he did not used to believe in Allah, the Most Great,

1 Tafsir Ahsanul Bayaan

নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না, [১]

[১] এখানে উল্লিখিত শাস্তির কারণ অথবা অপরাধীর অপরাধ কি ছিল, তা বর্ণিত হয়েছে।