Skip to main content

قَالَ يٰقَوْمِ اِنِّيْ لَكُمْ نَذِيْرٌ مُّبِيْنٌۙ  ( نوح: ٢ )

He said
قَالَ
বলেছিল
"O my people!
يَٰقَوْمِ
"আমার জাতি হে
Indeed I am
إِنِّى
আমি নিশ্চয়
to you
لَكُمْ
জন্যে তোমাদের
a warner
نَذِيرٌ
সতর্ককারী
clear
مُّبِينٌ
সুস্পষ্ট

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সে বলেছিল, ‘‘হে আমার জাতির লোকেরা! আমি তোমাদের জন্য এক সুস্পষ্ট সতর্ককারী,

English Sahih:

He said, "O my people, indeed I am to you a clear warner –

1 Tafsir Ahsanul Bayaan

সে বলেছিল, ‘হে আমার সম্প্রদায়! নিশ্চয় আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। [১]

[১] আল্লাহর আযাব সম্বন্ধে, যদি তোমরা ঈমান না আন। সুতরাং আল্লাহর আযাব থেকে বাঁচার উপায় বাতলে দেওয়ার জন্য আমি এসেছি। যা পরের আয়াতে বর্ণিত হচ্ছে।