Skip to main content

আল মুদ্দাসসির শ্লোক ১৩

وَّبَنِيْنَ شُهُوْدًاۙ   ( المدثر: ١٣ )

And children
وَبَنِينَ
এবং সন্তানাদি
present
شُهُودًا
সদা উপস্থিত

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর অনেক ছেলে যারা সব সময় তার কাছেই থাকে।

English Sahih:

And children present [with him]

1 Tafsir Ahsanul Bayaan

এবং নিত্য সঙ্গী পুত্রগণ। [১]

[১] তাকে আল্লাহ অনেকগুলো পুত্র সন্তান দান করেছিলেন। তারা (ছেলেরা) সব সময় তার (পিতার) কাছেই থাকত। ঘরে মাল-ধনের প্রাচুর্য ছিল। এই কারণে ব্যবসা-বাণিজ্যের জন্য ছেলেদের বাইরে যাওয়ার প্রয়োজন হত না। কেউ কেউ বলেন, ছেলেদের সংখ্যা ছিল সাত। কেউ বলেন, তারা ছিল ১২ জন। আবার কেউ বলেন, তারা ছিল ১৩ জন। তাদের মধ্যে ৩ জন ইসলাম গ্রহণ করেছিল। তাঁরা হলেন খালেদ, হিশাম এবং অলীদ বিন অলীদ (রাঃ)। (ফাতহুল ক্বাদীর)