فَقُتِلَ
সে নস্যাৎ তাই হয়েছে
كَيْفَ
কেমন
قَدَّرَ
সে সিদ্ধান্ত নিল
তাফসীর তাইসীরুল কুরআন:
ধ্বংস হোক সে, কীভাবে সে (কুরআনের অলৌকিকতা স্বীকার করার পরও কেবল অহমিকার বশবর্তী হয়ে নবুওয়াতকে অস্বীকার করার) সিদ্ধান্ত নিল!
1 আহসানুল বায়ান | Tafsir Ahsanul Bayaan
ধ্বংস হোক সে! কেমন করে সে এই সিদ্ধান্ত করল!
2 আবু বকর মুহাম্মাদ যাকারিয়া | Tafsir Abu Bakr Zakaria
সুতরাং ধ্বংস হোক সে! কেমন করে সে এ সিদ্ধান্ত গ্ৰহণ করল !
3 আল-বায়ান ফাউন্ডেশন | Tafsir Bayaan Foundation
অতঃপর সে ধ্বংস হোক! কীভাবে সে সিদ্ধান্ত গ্রহণ করল?
4 মুহিউদ্দীন খান | Muhiuddin Khan
ধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে!
5 জহুরুল হক | Zohurul Hoque
সুতরাং সে নিপাত যাক! কেমনতর সে যাচাই করেছিল!