Skip to main content

আল মুদ্দাসসির শ্লোক ২৪

فَقَالَ اِنْ هٰذَآ اِلَّا سِحْرٌ يُّؤْثَرُۙ   ( المدثر: ٢٤ )

Then he said
فَقَالَ
সে বলল অতঃপর
"Not
إِنْ
"নয়
(is) this
هَٰذَآ
এটা
but
إِلَّا
এছাড়া
magic
سِحْرٌ
জাদু
imitated
يُؤْثَرُ
চলে আসা

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তারপর বলল- ‘এ তো যাদু ছাড়া আর কিছু নয়, এতো পূর্বে থেকেই চলে আসছে।

English Sahih:

And said, "This is not but magic imitated [from others].

1 Tafsir Ahsanul Bayaan

এবং বলল, এটা তো লোক পরম্পরায় প্রাপ্ত যাদু ছাড়া আর কিছু নয়। [১]

[১] অর্থাৎ, কারো কাছ থেকে সে শিখে এসেছে এবং সেখান থেকেই সংগ্রহ করে এনে দাবী করছে যে, এটা আল্লাহর নাযিলকৃত।