وَالصُّبْحِ اِذَآ اَسْفَرَۙ ( المدثر: ٣٤ )
And the morning
وَٱلصُّبْحِ
এবং প্রভাতের
it brightens
أَسْفَرَ
উজ্জ্বল হয়
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
প্রভাতের কসম- যখন তা উজ্জ্বল হয়ে ওঠে,
English Sahih:
And [by] the morning when it brightens,
1 Tafsir Ahsanul Bayaan
শপথ প্রভাতকালের, যখন ওটা আলোকোজ্জ্বল হয়।
2 Tafsir Abu Bakr Zakaria
শপথ প্রভাতকালের, যখন তা আলোকোজ্জ্বল হয় -
3 Tafsir Bayaan Foundation
প্রভাতের কসম, যখন তা উদ্ভাসিত হয়।
4 Muhiuddin Khan
শপথ প্রভাতকালের যখন তা আলোকোদ্ভাসিত হয়,
5 Zohurul Hoque
আর প্রভাতকালের কথা যখন তা হয় আলোকোজ্জ্বল।
- القرآن الكريم - المدثر٧٤ :٣٤
Al-Muddassir 74:34