Skip to main content

اِنَّهَا لَاِحْدَى الْكُبَرِۙ  ( المدثر: ٣٥ )

innahā
إِنَّهَا
Indeed it
তা নিশ্চয়
la-iḥ'dā
لَإِحْدَى
(is) surely one
একটি নিশ্চয়
l-kubari
ٱلْكُبَرِ
(of) the greatest
বড়গুলোর

Innahaa la ihdal kubar (al-Muddathir ৭৪:৩৫)

English Sahih:

Indeed, it [i.e., the Fire] is of the greatest [afflictions]. (Al-Muddaththir [74] : 35)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এই জাহান্নাম বড় বড় বিপদগুলোর একটি, (আল মুদ্দাসসির [৭৪] : ৩৫)

1 Tafsir Ahsanul Bayaan

এই (জাহান্নাম) বিশাল (ভয়াবহ বস্তু)সমূহের একটি। [১]

[১] এটা কসমের জওয়াব। كُبَرٌ হল كُبْرَى এর বহুবচন। তিনটি অতি গুরুত্বপূর্ণ জিনিসের কসম খাওয়ার পর আল্লাহ তাআলা জাহান্নামের বিশালতা ও তার ভয়াবহতার কথা বর্ণনা করছেন। যার পরে তার বিশালতা ও ভয়াবহতার ব্যাপারে আর কোন সন্দেহ অবশিষ্ট থাকে না।