Skip to main content

وَّلَوْ اَلْقٰى مَعَاذِيْرَهٗۗ  ( القيامة: ١٥ )

walaw
وَلَوْ
Even if
এবং যদিও
alqā
أَلْقَىٰ
he presents
সে পেশ করে
maʿādhīrahu
مَعَاذِيرَهُۥ
his excuses
তার অজুহাত সমূহ

Wa law alqaa ma'aazeerah (al-Q̈iyamah ৭৫:১৫)

English Sahih:

Even if he presents his excuses. (Al-Qiyamah [75] : 15)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যদিও সে নানান অজুহাত পেশ করে। (আল ক্বেয়ামাহ [৭৫] : ১৫)

1 Tafsir Ahsanul Bayaan

যদিও সে নানা অজুহাতের অবতারণা করে। [১]

[১] অর্থাৎ লড়াই করুক, ঝগড়া করুক, আর যত অপব্যাখ্যা করবে করুক; এ রকম করে তার না কোন লাভ হবে, আর না সে নিজ বিবেককে সন্তুষ্ট করতে পারবে।