Skip to main content

আল ক্বেয়ামাহ শ্লোক ১৯

ثُمَّ اِنَّ عَلَيْنَا بَيَانَهٗ ۗ  ( القيامة: ١٩ )

Then
ثُمَّ
অতঃপর
indeed
إِنَّ
নিশ্চয়
upon Us
عَلَيْنَا
আমাদের দায়িত্ব
(is) its explanation
بَيَانَهُۥ
তা ব্যাখ্যা দেয়া

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর তা (ওয়াহীয়ে খফী বা প্রচ্ছন্ন ওয়াহীর মাধ্যমে) বিশদভাবে ব্যাখ্যা করা আমারই দায়িত্ব।

English Sahih:

Then upon Us is its clarification [to you].

1 Tafsir Ahsanul Bayaan

অতঃপর নিশ্চয় এর বিবৃতির দায়িত্ব আমারই। [১]

[১] অর্থাৎ, তার জটিল ব্যাপারগুলোর ব্যাখ্যা এবং হালাল ও হারামের বিশদ বিবরণ দেওয়ার দায়িত্বও আমারই। এর পরিষ্কার অর্থ হল, কুরআনের সংক্ষিপ্ত আয়াতগুলোর যে ব্যাখ্যা, অস্পষ্ট আয়াতগুলোর যে বিশদ বিবরণ (ভাব-সম্প্রসারণ) এবং তার সাধারণ ও ব্যাপকার্থবোধক আয়াতগুলোকে নির্দিষ্টীকরণের কাজ নবী (সাঃ) যে করেছেন -- যাকে হাদীস বলা হয়, এটাও আল্লাহর পক্ষ হতে (অহী ও) ইলহামের মাধ্যমে তাঁরই বুঝানোর আলোকে হয়েছে। কাজেই এটাকেও কুরআনের মত মেনে নেওয়া জরুরী।