Skip to main content

আল ক্বেয়ামাহ শ্লোক ৩২

وَلٰكِنْ كَذَّبَ وَتَوَلّٰىۙ  ( القيامة: ٣٢ )

But
وَلَٰكِن
বরং
he denied
كَذَّبَ
মিথ্যারোপ করল
and turned away
وَتَوَلَّىٰ
ও ফিরে গেল

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

বরং সে প্রত্যাখ্যান করেছিল আর মুখ ফিরিয়ে নিয়েছিল।

English Sahih:

But [instead], he denied and turned away.

1 Tafsir Ahsanul Bayaan

বরং সে মিথ্যা মনে করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল। [১]

[১] অর্থাৎ, রসূল (সাঃ)-কে মিথ্যাজ্ঞান করেছে এবং ঈমান আনয়ন ও আনুগত্য করা হতে মুখ ফিরিয়ে নিয়েছে।