Skip to main content

ثُمَّ نُتْبِعُهُمُ الْاٰخِرِيْنَ   ( المرسلات: ١٧ )

thumma
ثُمَّ
Then
এরপর
nut'biʿuhumu
نُتْبِعُهُمُ
We follow them up
আমরা তাদের অনুগামি করব
l-ākhirīna
ٱلْءَاخِرِينَ
(with) the later ones
পর্ববর্তী লোকদের

Summa nutbi'uhumul aakhireen (al-Mursalāt ৭৭:১৭)

English Sahih:

Then We will follow them with the later ones. (Al-Mursalat [77] : 17)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর পরবর্তী লোকেদেরকেও আমি তাদের অনুগামী করব। (আল মুরসালাত [৭৭] : ১৭)

1 Tafsir Ahsanul Bayaan

অতঃপর আমি পরবর্তীদেরকে তাদের অনুগামী করব। [১]

[১] অর্থাৎ, মক্কার কাফের এবং তাদের মত যারা রসূল (সাঃ)-কে অবিশ্বাস করেছে।