Skip to main content

لّٰبِثِيْنَ فِيْهَآ اَحْقَابًاۚ  ( النبإ: ٢٣ )

(They will) be remaining
لَّٰبِثِينَ
তারা অবস্থানকারী হবে
therein
فِيهَآ
তার মধ্যে
(for) ages
أَحْقَابًا
যুগ যুগ ধরে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে,

English Sahih:

In which they will remain for ages [unending].

1 Tafsir Ahsanul Bayaan

সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। [১]

[১] أحقاب শব্দটি حقب-এর বহুবচন। এর অর্থ হল যুগ বা যামানা। উদ্দেশ্য হল যুগযুগ ধরে চিরকালের জন্য তারা জাহান্নামে থাকবে। এই শাস্তি কাফের এবং মুশরিকদের জন্য হবে।