Skip to main content

ثُمَّ اَمَاتَهٗ فَاَقْبَرَهٗۙ  ( عبس: ٢١ )

Then
ثُمَّ
এরপর
He causes him to die
أَمَاتَهُۥ
তাকে মৃত্যু দেন
and provides a grave for him
فَأَقْبَرَهُۥ
অতঃপর তাকে কবরস্থ করেন

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন।

English Sahih:

Then He causes his death and provides a grave for him.

1 Tafsir Ahsanul Bayaan

অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন। [১]

[১] অর্থাৎ, মৃত্যুর পর তাকে কবরে দাফন করার হুকুম দেওয়া হয়েছে; যাতে তার সম্মান ও কদর বজায় থাকে। নচেৎ হিংস্র পশু-পক্ষী তার লাশকে ছিঁড়ে-ফেড়ে খেতো এবং তাতে তার অসম্মান হত।