Skip to main content

فَاِذَا جَاۤءَتِ الصَّاۤخَّةُ ۖ  ( عبس: ٣٣ )

fa-idhā
فَإِذَا
But when
অতঃপর যখন
jāati
جَآءَتِ
comes
আসবে
l-ṣākhatu
ٱلصَّآخَّةُ
the Deafening Blast
কর্ণবিদারক ধ্বনি

Faiza jaa-atis saakhah. (ʿAbasa ৮০:৩৩)

English Sahih:

But when there comes the Deafening Blast ('Abasa [80] : 33)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অবশেষে যখন কান-ফাটানো শব্দ আসবে; (আবাসা [৮০] : ৩৩)

1 Tafsir Ahsanul Bayaan

অতঃপর যখন (কিয়ামতের) ধ্বংস-ধ্বনি এসে পড়বে। [১]

[১] কিয়ামতকে صاخّة শ্রবণশক্তি হরণকারী ধ্বংস-ধ্বনি এই জন্য বলা হয়েছে যে, এটা অতি ভয়ংকর আওয়াজের সাথে সংঘটিত হবে এবং তা কর্ণকে বধির করে ফেলবে।