Skip to main content

تَرْهَقُهَا قَتَرَةٌ ۗ  ( عبس: ٤١ )

tarhaquhā
تَرْهَقُهَا
Will cover them
তাকে আচ্ছন্ন করবে
qataratun
قَتَرَةٌ
darkness
অন্ধকার

Tarhaquha qatarah. (ʿAbasa ৮০:৪১)

English Sahih:

Blackness will cover them. ('Abasa [80] : 41)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

কালিমা ওগুলোকে আচ্ছন্ন করবে। (আবাসা [৮০] : ৪১)

1 Tafsir Ahsanul Bayaan

সেগুলোকে আচ্ছন্ন করবে কালিমা। [১]

[১] অর্থাৎ, লাঞ্ছনা ও আযাব দর্শন করে তাদের মুখমন্ডল ধূলিময়, বিবর্ণ ও কালিমাময় হবে যাবে। যেমন, দুঃখক্লিষ্ট ও দুশ্চিন্তাগ্রস্ত লোকের মুখমন্ডলে প্রকাশ পায়।