Skip to main content

خِتٰمُهٗ مِسْكٌ ۗوَفِيْ ذٰلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُوْنَۗ  ( المطففين: ٢٦ )

Its seal
خِتَٰمُهُۥ
তার মোহর (হবে)
(will be of) musk
مِسْكٌۚ
কস্তুরির
And for
وَفِى
এবং ক্ষেত্রে
that
ذَٰلِكَ
এই
let aspire
فَلْيَتَنَافَسِ
প্রতিযোগিতা করুক
the aspirers
ٱلْمُتَنَٰفِسُونَ
প্রতিযোগীরা

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তার সীল হবে মিশকের, প্রতিযোগীরা এ বিষয়েই প্রতিযোগিতা করুক।

English Sahih:

The last of it is musk. So for this let the competitors compete.

1 Tafsir Ahsanul Bayaan

এর মোহর হচ্ছে কস্তুরীর। আর তা লাভের জন্যই প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক। [১]

[১] অর্থাৎ, আমলকারীদেরকে এমন আমলে প্রতিযোগিতা করা উচিত, যার দ্বারা জান্নাত এবং তার নিয়ামত লাভ হয়। যেমন, আল্লাহ তাআলা বলেছেন "এমন সাফল্যের জন্য পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত।" (সূরা সাফফাত ৩৭;৬১ আয়াত)