وَالْقَمَرِ اِذَا اتَّسَقَۙ ( الإنشقاق: ١٨ )
And the moon
وَٱلْقَمَرِ
এবং শপথ চাঁদের
it becomes full
ٱتَّسَقَ
পূর্ণ হয়
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran): আর চাঁদের যখন তা পূর্ণ চাঁদে পরিণত হয়,
English Sahih: And [by] the moon when it becomes full .
Collapse
1 Tafsir Ahsanul Bayaanএবং শপথ চন্দ্রের যখন তা পরিপূর্ণ হয়। [১] [১] إذا اتسق এর অর্থ হল, যখন সে পূর্ণিমাতে পরিপূর্ণতা লাভ করে। যেমন ১৩ তারীখের রাত্রি থেকে নিয়ে ১৬ তারীখের রাত্রি পর্যন্ত তার উক্ত অবস্থা বিদ্যমান থাকে।
2 Tafsir Abu Bakr Zakariaএবং শপথ চাঁদের, যখন তা পূর্ণ হয়;
3 Tafsir Bayaan Foundationআর চাঁদের কসম, যখন তা পরিপূর্ণ হয়।
4 Muhiuddin Khanএবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে,
5 Zohurul Hoqueআর চন্দ্রকে যখন সে পূর্ণাঙ্গতা পায়,
القرآن الكريم - الإنشقاق٨٤ :١٨ Al-Insyiqaq 84 :18