وَالْقَمَرِ اِذَا اتَّسَقَۙ ( الإنشقاق: ١٨ )
wal-qamari
وَٱلْقَمَرِ
And the moon
এবং শপথ চাঁদের
idhā
إِذَا
when
যখন
ittasaqa
ٱتَّسَقَ
it becomes full
পূর্ণ হয়
Walqamari izat tasaq (al-ʾInšiq̈āq̈ ৮৪:১৮)
English Sahih:
And [by] the moon when it becomes full . (Al-Inshiqaq [84] : 18)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আর চাঁদের যখন তা পূর্ণ চাঁদে পরিণত হয়, (আল ইনশিক্বাক্ব [৮৪] : ১৮)
1 Tafsir Ahsanul Bayaan
এবং শপথ চন্দ্রের যখন তা পরিপূর্ণ হয়। [১]
[১] إذا اتسق এর অর্থ হল, যখন সে পূর্ণিমাতে পরিপূর্ণতা লাভ করে। যেমন ১৩ তারীখের রাত্রি থেকে নিয়ে ১৬ তারীখের রাত্রি পর্যন্ত তার উক্ত অবস্থা বিদ্যমান থাকে।