Skip to main content

আল ইনশিক্বাক্ব শ্লোক ১৭

وَالَّيْلِ وَمَا وَسَقَۙ   ( الإنشقاق: ١٧ )

And the night
وَٱلَّيْلِ
এবং শপথ রাতের
and what
وَمَا
ও যা
it envelops
وَسَقَ
সমাবেশ ঘটায়

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর রাতের এবং তা যা কিছুর সমাবেশ ঘটায় তার,

English Sahih:

And [by] the night and what it envelops

1 Tafsir Ahsanul Bayaan

এবং রজনীর আর তাতে যা কিছুর সমাবেশ ঘটে [১] তার শপথ।

[১] অন্ধকার নেমে আসতেই প্রতিটি বস্তু নিজ নিজ বাসা ও বাসস্থানে জমা ও সমাবিষ্ট হয়। অর্থাৎ, রাতের অন্ধকার যে সকল বস্তুকে নিজের আঁচল দ্বারা ঢেকে নেয়।