Skip to main content
bismillah

إِذَا
যখন
ٱلسَّمَآءُ
আকাশ
ٱنشَقَّتْ
ফেটে পড়বে

যখন আসমান ফেটে যাবে,

ব্যাখ্যা

وَأَذِنَتْ
এবং সে নির্দেশ পালন করবে
لِرَبِّهَا
তার রবের
وَحُقَّتْ
ও এটাই তার করণীয়

এবং স্বীয় রব-এর নির্দেশ পালন করবে, আর তাই তার করণীয়।

ব্যাখ্যা

وَإِذَا
এবং যখন
ٱلْأَرْضُ
পৃথিবী
مُدَّتْ
সম্প্রসারিত করা হবে

এবং যমীনকে যখন প্রসারিত করা হবে,

ব্যাখ্যা

وَأَلْقَتْ
এবং নিক্ষেপ করবে
مَا
যা
فِيهَا
তার মধ্যে আছে
وَتَخَلَّتْ
এবং তা শূন্য হয়ে যাবে

আর তা তার ভেতরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও খালি হয়ে যাবে।

ব্যাখ্যা

وَأَذِنَتْ
এবং সে নির্দেশ পালন করবে
لِرَبِّهَا
তার রবের
وَحُقَّتْ
এবং এটাই তার জন্য করণীয়

এবং স্বীয় রব-এর নির্দেশ পালন করবে আর তাই তার করণীয়।

ব্যাখ্যা

يَٰٓأَيُّهَا
হে
ٱلْإِنسَٰنُ
মানুষ
إِنَّكَ
নিশ্চয়ই তুমি
كَادِحٌ
পরিশ্রমকারী
إِلَىٰ
দিকে
رَبِّكَ
তোমার রবের
كَدْحًا
কঠোর পরিশ্রম
فَمُلَٰقِيهِ
অতঃপর তাঁর (সাথে) সাক্ষাত করবে

হে মানুষ! তোমাকে তোমার রব পর্যন্ত পৌঁছতে বহু কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তুমি তাঁর সাক্ষাৎ লাভ করবে।

ব্যাখ্যা

فَأَمَّا
অতঃপর (তার) ব্যাপার
مَنْ
যাকে
أُوتِىَ
দেয়া হবে
كِتَٰبَهُۥ
তার আমলনামা
بِيَمِينِهِۦ
তার ডান হাতে

অতঃপর যার ‘আমালনামা তার ডান হাতে দেয়া হবে।

ব্যাখ্যা

فَسَوْفَ
অতঃপর শীঘ্র
يُحَاسَبُ
হিসাব নেয়া হবে (তার)
حِسَابًا
হিসাব
يَسِيرًا
সহজ

তার হিসাব সহজভাবেই নেয়া হবে।

ব্যাখ্যা

وَيَنقَلِبُ
এবং ফিরবে
إِلَىٰٓ
কাছে
أَهْلِهِۦ
তার আপনজনের
مَسْرُورًا
আনন্দচিত্তে

সে তার স্বজনদের কাছে সানন্দে ফিরে যাবে।

ব্যাখ্যা

وَأَمَّا
আর (তার) ব্যাপার
مَنْ
যাকে
أُوتِىَ
দেয়া হবে
كِتَٰبَهُۥ
তার আমলনামা
وَرَآءَ
পিছনে
ظَهْرِهِۦ
তার পিঠের

আর যাকে তার ‘আমালনামা তার পিঠের পিছন দিক থেকে দেয়া হবে,

ব্যাখ্যা
কুরআন মজীদ :
আল ইনশিক্বাক্ব
القرآن الكريم:الإنشقاق
আধিপত্য একটি আয়াত (سجدة):21
সূরা নাম (latin):Al-Insyiqaq
সূরা না:84
আয়াত:25
মোট শব্দ:107
মোট অক্ষর:430
রুকু সংখ্যা:1
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:83
শ্লোক থেকে শুরু:5884