Skip to main content

فَسَوْفَ
শীঘ্র অতঃপর
يَدْعُوا۟
সে ডাকবে
ثُبُورًا
ধ্বংস (মৃত্যু)

সে মৃত্যুকে ডাকবে,

ব্যাখ্যা

وَيَصْلَىٰ
এবং প্রবেশ করবে
سَعِيرًا
জ্বলন্ত আগুনে

এবং জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।

ব্যাখ্যা

إِنَّهُۥ
নিশ্চয়ই সে
كَانَ
ছিল
فِىٓ
মধ্যে
أَهْلِهِۦ
তার স্বজনদের
مَسْرُورًا
আনন্দে

সে তার পরিবার-পরিজনের মাঝে আনন্দে মগ্ন ছিল,

ব্যাখ্যা

إِنَّهُۥ
নিশ্চয়ই সে
ظَنَّ
মনে করেছিল
أَن
যে
لَّن
কখনও না
يَحُورَ
ফিরবে

সে ভাবত যে, সে কক্ষনো (আল্লাহর কাছে) ফিরে যাবে না।

ব্যাখ্যা

بَلَىٰٓ
হ্যাঁ
إِنَّ
নিশ্চয়ই
رَبَّهُۥ
তার রব
كَانَ
ছিলেন
بِهِۦ
তার উপর
بَصِيرًا
দৃষ্টিবান

অবশ্যই ফিরে যাবে, তার প্রতিপালক তার প্রতি দৃষ্টি রাখছেন।

ব্যাখ্যা

فَلَآ
অতএব না
أُقْسِمُ
আমি শপথ করছি
بِٱلشَّفَقِ
পশ্চিম দিগন্তের সান্ধ্য লালিমার

আমি শপথ করি সন্ধ্যাকালীন লালিমার,

ব্যাখ্যা

وَٱلَّيْلِ
এবং শপথ রাতের
وَمَا
ও যা
وَسَقَ
সমাবেশ ঘটায়

আর রাতের এবং তা যা কিছুর সমাবেশ ঘটায় তার,

ব্যাখ্যা

وَٱلْقَمَرِ
এবং শপথ চাঁদের
إِذَا
যখন
ٱتَّسَقَ
পূর্ণ হয়

আর চাঁদের যখন তা পূর্ণ চাঁদে পরিণত হয়,

ব্যাখ্যা

لَتَرْكَبُنَّ
তোমরা অবশ্যই আরোহণ করবে
طَبَقًا
স্তর
عَن
থেকে
طَبَقٍ
স্তরে

অবশ্যই তোমরা (আধ্যাত্মিক ও জাগতিক সর্বক্ষেত্রে) স্তরে স্তরে উন্নতির সিঁড়ি বেয়ে উর্ধ্বে উঠবে।

ব্যাখ্যা

فَمَا
অতএব হলো কি
لَهُمْ
তাদের
لَا
না
يُؤْمِنُونَ
তারা ঈমান আনে

অতএব তাদের কী হল যে তারা ঈমান আনে না?

ব্যাখ্যা