Skip to main content

فِيْ لَوْحٍ مَّحْفُوْظٍ ࣖ   ( البروج: ٢٢ )

In
فِى
মধ্যে
a Tablet
لَوْحٍ
ফলকের
Guarded
مَّحْفُوظٍۭ
সুরক্ষিত

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ।

English Sahih:

[Inscribed] in a Preserved Slate.

1 Tafsir Ahsanul Bayaan

সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। [১]

[১] অর্থাৎ, লাউহে মাহ্ফূযে লিপিবদ্ধ আছে। যেখানে ফিরিশতাগণ তার সংরক্ষণের জন্য নিযুক্ত আছেন। আল্লাহ তাআলা প্রয়োজন ও চাহিদানুযায়ী তা অবতীর্ণ করে থাকেন।