Skip to main content

وَشَاهِدٍ وَّمَشْهُوْدٍۗ   ( البروج: ٣ )

And (the) witness
وَشَاهِدٍ
শপথ দর্শকের
and what is witnessed
وَمَشْهُودٍ
ও যা পরিদৃষ্ট হয়

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর যে দেখে আর যা দেখা যায় তার শপথ

English Sahih:

And [by] the witness and what is witnessed,

1 Tafsir Ahsanul Bayaan

শপথ দ্রষ্টার ও দৃষ্টের। [১]

[১] شاهد এবং مشهُود শব্দের ব্যাখ্যায় বহু মতভেদ রয়েছে। (شهد এর অর্থঃ দর্শন করা, সাক্ষ্য দেওয়া বা উপস্থিত হওয়া।) ইমাম শাওকানী হাদীস এবং আষারসমূহের ভিত্তিতে বলেন, شَاهد বলতে জুমআর দিনকে বোঝানো হয়েছে। এই দিনে যে ব্যক্তি যা আমল করবে তার জন্য কিয়ামতের দিন ঐ আমলসমূহ সাক্ষী দেবে। আর مشهود বলে আরাফার (৯ যিলহজ্জের) দিনকে বোঝান হয়েছে যে দিনে লোকেরা হজ্জের উদ্দেশ্যে জমায়েত হয়।