اِنَّهُمْ يَكِيْدُوْنَ كَيْدًاۙ ( الطارق: ١٥ )
Indeed they
إِنَّهُمْ
নিশ্চয়ই তারা
are plotting
يَكِيدُونَ
ষড়যন্ত্র করছে
a plot
كَيْدًا
ভীষণ ষড়যন্ত্র
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
এবং তারা (সত্যের বিরুদ্ধে) ষড়যন্ত্র করছে,
English Sahih:
Indeed, they are planning a plan,
1 Tafsir Ahsanul Bayaan
নিশ্চয় তারা ভীষণ চক্রান্ত করে। [১]
[১] অর্থাৎ, নবী (সাঃ) যে সত্য দ্বীন নিয়ে এসেছেন তা ব্যর্থ করার জন্য তারা ষড়যন্ত্র করে অথবা নবী (সাঃ)-কে ধোকা এবং প্রতারণা দেয়। আর তাঁর মুখোমুখি এমন কথাবার্তা বলে, যা তাদের অন্তরের বিপরীত।