Skip to main content

كَذَّبَتْ ثَمُوْدُ بِطَغْوٰىهَآ ۖ  ( الشمس: ١١ )

Denied
كَذَّبَتْ
মিথ্যারোপ করেছিল
Thamud
ثَمُودُ
সামূদ জাতি
by their transgression
بِطَغْوَىٰهَآ
তার অবাধ্যতাবশতঃ

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সামূদ জাতি সীমালঙ্ঘন ক’রে (তাদের নবীকে মেনে নিতে) অস্বীকার করেছিল।

English Sahih:

Thamud denied [their prophet] by reason of their transgression,

1 Tafsir Ahsanul Bayaan

সামূদ সম্প্রদায় অবাধ্যতাবশতঃ (সত্যকে) মিথ্যা জ্ঞান করল। [১]

[১] طغيان সেই অবাধ্যতাকে বলে, যা সীমা ছাড়িয়ে যায়। সেই অবাধ্যতাই তাদেরকে মিথ্যাজ্ঞান করায় উদ্বুদ্ধ করে তুলেছিল।