Skip to main content

وَالسَّمَاۤءِ وَمَا بَنٰىهَاۖ  ( الشمس: ٥ )

And the heaven
وَٱلسَّمَآءِ
শপথ আকাশের
and He Who
وَمَا
এবং যিনি
constructed it
بَنَىٰهَا
তা তৈরি করেছেন

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

শপথ আসমানের আর সেটা যিনি বানিয়েছেন তাঁর,

English Sahih:

And [by] the sky and He who constructed it

1 Tafsir Ahsanul Bayaan

শপথ আকাশের এবং তার নির্মাণ কৌশলের। [১]

[১] অথবা সেই সত্তার কসম, যিনি তা নির্মাণ করেছেন। এ অর্থে ما শব্দ مَن শব্দের অর্থে ব্যবহার হয়েছে।