وَالَّيْلِ اِذَا يَغْشٰىۙ ( الليل: ١ )
wa-al-layli
وَٱلَّيْلِ
By the night
শপথ রাতের
idhā
إِذَا
when
যখন
yaghshā
يَغْشَىٰ
it covers
আচ্ছন্ন করে
Wallaili izaa yaghshaa (al-Layl ৯২:১)
English Sahih:
By the night when it covers (Al-Layl [92] : 1)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
শপথ রাতের যখন তা (আলোকে) ঢেকে দেয়, (আল লায়ল [৯২] : ১)
1 Tafsir Ahsanul Bayaan
শপথ রাত্রির, যখন তা আচ্ছন্ন করে।[১]
[১] অর্থাৎ, দিগন্তে ছেয়ে যায় এবং তার ফলে দিনের আলো বিলীন হয়ে যায় ও অন্ধকার নেমে আসে।