وَالنَّهَارِ اِذَا تَجَلّٰىۙ ( الليل: ٢ )
wal-nahāri
وَٱلنَّهَارِ
And the day
শপথ দিনের
idhā
إِذَا
when
যখন
tajallā
تَجَلَّىٰ
it shines in brightness
আলোকিত হয়
Wannahaari izaa tajalla (al-Layl ৯২:২)
English Sahih:
And [by] the day when it appears . (Al-Layl [92] : 2)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
শপথ দিনের যখন তা উদ্ভাসিত হয়ে উঠে। (আল লায়ল [৯২] : ২)
1 Tafsir Ahsanul Bayaan
শপথ দিবসের, যখন তা সমুজ্জ্বল হয়। [১]
[১] অর্থাৎ, রাতের অন্ধকার দূরীভূত হয় এবং দিনের উজ্জ্বলতা ছড়িয়ে পড়ে।