Skip to main content

اِقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِيْ خَلَقَۚ  ( العلق: ١ )

iq'ra
ٱقْرَأْ
Read
(হে নবী) পড়
bi-is'mi
بِٱسْمِ
in (the) name
নামে
rabbika
رَبِّكَ
(of) your Lord
তোমার রবের
alladhī
ٱلَّذِى
the One Who
যিনি
khalaqa
خَلَقَ
created -
সৃষ্টি করেছেন

Iqra bismi rab bikal lazee khalaq (al-ʿAlaq̈ ৯৬:১)

English Sahih:

Recite in the name of your Lord who created (Al-'Alaq [96] : 1)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

পাঠ কর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, (আলাক [৯৬] : ১)

1 Tafsir Ahsanul Bayaan

তুমি পড় তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। [১]

[১] এটাই সর্বপ্রথম অহী যা নবী (সাঃ)-এর উপর ঐ সময় অবতীর্ণ হয় যখন তিনি হিরা গুহায় আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। ফিরিশতা (জিবরীল) তাঁর নিকট এসে বললেন, 'পড়।' তিনি বললেন, 'আমি তো পড়তে জানি না।' ফিরিশতা তাঁকে জড়িয়ে ধরে শক্তভাবে চেপে ধরলেন এবং বললেন, 'পড়।' তিনি পুনর্বার একই উত্তর দিলেন। এইভাবে ফিরিশতা তিনবার করলেন। (এ ব্যাপারে বিস্তারিত দেখুনঃ সহীহ বুখারী অহী অধ্যায়, মুসলিম ঈমান অধ্যায় ও অহীর প্রারম্ভিক সূচনার পরিচ্ছেদ।)

اِقْرَأْ অর্থাৎ, যা আপনার প্রতি অহী করা হয়েছে তা পড়। خَلَق শব্দের অর্থ হল যিনি সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন।