Skip to main content
bismillah

ٱقْرَأْ
(হে নবী) পড়
بِٱسْمِ
নামে
رَبِّكَ
তোমার রবের
ٱلَّذِى
যিনি
خَلَقَ
সৃষ্টি করেছেন

পাঠ কর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন,

ব্যাখ্যা

خَلَقَ
সৃষ্টি করেছেন
ٱلْإِنسَٰنَ
মানুষকে
مِنْ
থেকে
عَلَقٍ
জমাট রক্তপিণ্ড

সৃষ্টি করেছেন মানুষকে জমাট-বাঁধা রক্তপিন্ড হতে।

ব্যাখ্যা

ٱقْرَأْ
পড়
وَرَبُّكَ
আর তোমার রব
ٱلْأَكْرَمُ
বড়ই অনুগ্রহশীল

পাঠ কর, আর তোমার রব বড়ই অনুগ্রহশীল।

ব্যাখ্যা

ٱلَّذِى
যিনি
عَلَّمَ
শিখিয়েছেন
بِٱلْقَلَمِ
কলম দিয়ে

যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে,

ব্যাখ্যা

عَلَّمَ
শিখিয়েছেন
ٱلْإِنسَٰنَ
মানুষকে (এমন জ্ঞান)
مَا
যা
لَمْ
না
يَعْلَمْ
সে জানতো

শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না,

ব্যাখ্যা

كَلَّآ
কখনও নয়
إِنَّ
নিশ্চয়ই
ٱلْإِنسَٰنَ
মানুষ
لَيَطْغَىٰٓ
অবশ্যই সীমালঙ্ঘন করে

না (এমন আচরণ করা) মোটেই ঠিক নয়, মানুষ অবশ্যই সীমালঙ্ঘন করে,

ব্যাখ্যা

أَن
(এ কারণে) যে
رَّءَاهُ
নিজেকে মনে করে
ٱسْتَغْنَىٰٓ
অভাবমুক্ত

কারণ, সে নিজেকে অভাবমুক্ত মনে করে,

ব্যাখ্যা

إِنَّ
নিশ্চয়ই
إِلَىٰ
কাছে
رَبِّكَ
তোমার রবের
ٱلرُّجْعَىٰٓ
প্রত্যাবর্তন হবে

নিঃসন্দেহে (সকলকে) ফিরে যেতে হবে তোমার প্রতিপালকের দিকে।

ব্যাখ্যা

أَرَءَيْتَ
তুমি দেখেছ কি
ٱلَّذِى
(তাকে) যে
يَنْهَىٰ
বাধা দেয়

তুমি কি তাকে (অর্থাৎ আবূ জাহলকে) দেখেছ যে নিষেধ করে,

ব্যাখ্যা

عَبْدًا
এক বান্দাকে
إِذَا
যখন
صَلَّىٰٓ
সে সালাত পড়ে

এক বান্দাহকে [অর্থাৎ রসূলুল্লাহ (সা.)-কে] যখন সে নামায আদায় করতে থাকে?

ব্যাখ্যা
কুরআন মজীদ :
আলাক
القرآن الكريم:العلق
আধিপত্য একটি আয়াত (سجدة):19
সূরা নাম (latin):Al-'Alaq
সূরা না:96
আয়াত:19
মোট শব্দ:92
মোট অক্ষর:280
রুকু সংখ্যা:1
অবতীর্ণ:মক্কা
উদ্ঘাটন আদেশ:1
শ্লোক থেকে শুরু:6106