اَوْ اَمَرَ بِالتَّقْوٰىۗ ( العلق: ١٢ )
Or
أَوْ
অথবা
he enjoins
أَمَرَ
নির্দেশ দেয়
[of the] righteousness?
بِٱلتَّقْوَىٰٓ
তাকওয়ার
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আর তাকওয়া অবলম্বনের নির্দেশ দেয় (তাহলে তার এ কাজগুলো কেমন মনে কর?)
English Sahih:
Or enjoins righteousness?
1 Tafsir Ahsanul Bayaan
অথবা তাকওয়া (আল্লাহভীতি)র নির্দেশ দেয়। [১]
[১] অর্থাৎ, ইখলাস, তাওহীদ এবং নেক আমলের শিক্ষা দেয়; যাতে মানুষ জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে পারে। তাহলে এই (নামায পড়া এবং তাকওয়া বা আল্লাহভীতির নির্দেশ দেওয়ার) কাজ কি এমন আচরণ যার বিরোধিতা করা হবে এবং তার জন্য হুমকি ও ধমকি দেওয়া হবে?