Skip to main content

الَّذِيْ عَلَّمَ بِالْقَلَمِۙ  ( العلق: ٤ )

alladhī
ٱلَّذِى
The One Who
যিনি
ʿallama
عَلَّمَ
taught
শিখিয়েছেন
bil-qalami
بِٱلْقَلَمِ
by the pen
কলম দিয়ে

Al lazee 'allama bil qalam (al-ʿAlaq̈ ৯৬:৪)

English Sahih:

Who taught by the pen (Al-'Alaq [96] : 4)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে, (আলাক [৯৬] : ৪)

1 Tafsir Ahsanul Bayaan

যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। [১]

[১] قَلم অর্থ হল কাটা, চাঁছা বা ছিলা। পূর্ব যুগে লোকেরা কেটে বা চেঁছে কলম তৈরী করত। এই জন্য লেখার যন্ত্রকে কলম বলা হয়। কিছু ইলম (জ্ঞান) তো মানুষের স্মৃতিতে থাকে, কিছু আবার জিহবা দ্বারা প্রকাশ করা হয়, আর কিছু ইলম মানুষ কলম দ্বারা কাগজে লিখে হিফাযত করে থাকে। মস্তিষ্ক ও স্মৃতিতে যা থাকে তা মানুষের সাথে চলে যায়। জিহ্বা দ্বারা যা প্রকাশ করা হয়, তাও সংরক্ষিত