Skip to main content

ۨالَّذِيْ جَمَعَ مَالًا وَّعَدَّدَهٗۙ  ( الهمزة: ٢ )

The one who
ٱلَّذِى
যে
collects
جَمَعَ
জমা করেছে
wealth
مَالًا
অর্থ
and counts it
وَعَدَّدَهُۥ
এবং তা বারবার গণনা করে রেখেছে

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যে ধন-সম্পদ জমা করে আর বার বার গণনা করে,

English Sahih:

Who collects wealth and [continuously] counts it.

1 Tafsir Ahsanul Bayaan

যে অর্থ জমায় ও তা গণনা করে রাখে। [১]

[১] এর অর্থ হল যে, সে (মাল) জমা করে ও গুনে গুনে রাখে; গুছিয়ে গুছিয়ে রাখে এবং আল্লাহর রাস্তায় খরচ করে না। নচেৎ, সাধারণভাবে মাল সঞ্চয় করে রাখা কোন নিন্দনীয় কাজ নয়। নিন্দনীয় তখনই হয় যখন তার যাকাত দেওয়া না হয়, দান-খয়রাত এবং আল্লাহর রাস্তায় খরচ না করা হয়।