Skip to main content

اَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِيْ تَضْلِيْلٍۙ  ( الفيل: ٢ )

Did not
أَلَمْ
নাই কি
He make
يَجْعَلْ
তিনি পরণত করে
their plan
كَيْدَهُمْ
তাদের ষড়যন্ত্রকে
go
فِى
মধ্যে
astray?
تَضْلِيلٍ
নিষ্ফলতার

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি?

English Sahih:

Did He not make their plan into misguidance?

1 Tafsir Ahsanul Bayaan

তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেন নি? [১]

[১] অর্থাৎ, সেই ব্যক্তি, যে কা'বাগৃহকে ধ্বংস করার উদ্দেশ্যে এসেছিল তাকে তাতে অসফল করলেন। এখানে জিজ্ঞাসা সাব্যস্তের জন্য।