Skip to main content
وَيَٰقَوْمِ
এবং হে আমার জাতি
ٱعْمَلُوا۟
তোমরা কাজ করো
عَلَىٰ
উপর
مَكَانَتِكُمْ
তোমাদের নিজ নিজ অবস্থানের
إِنِّى
নিশ্চয়ই আমিও
عَٰمِلٌۖ
কাজ করছি (আমার অবস্থানে)
سَوْفَ
শীঘ্রই
تَعْلَمُونَ
তোমরা জানবে
مَن
(যে) কে সেই
يَأْتِيهِ
যার উপর আসবে
عَذَابٌ
শাস্তি
يُخْزِيهِ
তাকে লাঞ্ছিত করে ছাড়বে
وَمَنْ
এবং কে
هُوَ
সে
كَٰذِبٌۖ
মিথ্যাবাদী
وَٱرْتَقِبُوٓا۟
এবং তোমরা প্রতীক্ষা করো
إِنِّى
নিশ্চয়ই আমি
مَعَكُمْ
তোমাদের সাথে
رَقِيبٌ
প্রতীক্ষাকারী"

তাফসীর তাইসীরুল কুরআন:

হে আমার সম্প্রদায়! ‘তোমরা নিজ নিজ অবস্থানে থেকে কাজ করতে থাক, আমিও আমার কাজ করতে থাকি, তোমরা অচিরেই জানতে পারবে কার উপর আসবে লাঞ্ছনাদায়ক শাস্তি আর কে মিথ্যেবাদী। কাজেই তোমরা অপেক্ষায় থাক, আমিও তোমাদের সাথে অপেক্ষায় থাকলাম।’

1 আহসানুল বায়ান | Tafsir Ahsanul Bayaan

আর হে আমার সম্প্রদায়! তোমরা নিজেদের অবস্থায় কাজ করতে থাক আমিও (আমার) কাজ করে যাচ্ছি; এখন সত্বরই তোমরা জানতে পারবে, কার উপর আসবে লাঞ্ছনাকর শাস্তি ও কে মিথ্যাবাদী; আর তোমরা প্রতীক্ষায় থাক, আমিও প্রতীক্ষায় রইলাম।’ [১]

[১] তিনি যখন দেখলেন যে, এ সম্প্রদায় নিজ কুফরী ও শিরকের উপর অটল এবং তাদের উপর ওয়ায-নসীহতের কোন প্রভাব পড়ছে না, তখন বললেন, ঠিক আছে তোমরা নিজের পথে চলতে থাক। অতি সত্ত্বর সত্যবাদী ও মিথ্যাবাদী কে এবং লাঞ্ছনাকর শাস্তির উপযুক্ত কে তা অবশ্যই জানতে পারবে।

2 আবু বকর মুহাম্মাদ যাকারিয়া | Tafsir Abu Bakr Zakaria

‘আর হে আমার সম্প্রদায় ! তোমরা নিজ নিজ অবস্থানে কাজ করতে থাক, আমিও আমার কাজ করছি। তোমরা শীঘ্রই জানতে পারবে কার উপর আসবে লাঞ্ছনাদায়ক শাস্তি এবং কে মিথ্যাবাদী। আর তোমরা প্রতীক্ষা কর, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি।’

3 আল-বায়ান ফাউন্ডেশন | Tafsir Bayaan Foundation

‘আর হে আমার কওম, তোমরা তোমাদের অবস্থানে কাজ করে যাও, আমিও কাজ করছি। অচিরেই তোমরা জানতে পারবে কার কাছে আসবে সে আযাব যা তাকে লাঞ্ছিত করবে এবং কে মিথ্যাবাদী। আর তোমরা অপেক্ষা কর, আমিও তোমাদের সাথে অপেক্ষমান।

4 মুহিউদ্দীন খান | Muhiuddin Khan

আর হে আমার জাতি, তোমরা নিজ স্থানে কাজ করে যাও, আমিও কাজ করছি, অচিরেই জানতে পারবে কার উপর অপমানকর আযাব আসে আর কে মিথ্যাবাদী? আর তোমরাও অপেক্ষায় থাক, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম।

5 জহুরুল হক | Zohurul Hoque

''আর, হে আমার সম্প্রদায়! তোমাদের বাড়িঘরে কাজ করে যাও, আমিও অবশ্য করে যাচ্ছি। তোমরা শীঘ্রই জানতে পারবে কার উপরে শাস্তি নামবে যা তাকে লাঞ্ছিত করে, আর কে হচ্ছে মিথ্যাবাদী। সুতরাং তোমরা প্রতীক্ষা কর, আমিও তোমাদের সাথে প্রতীক্ষাকারী।’’