Skip to main content

اِنَّ اِبْرٰهِيْمَ كَانَ اُمَّةً قَانِتًا لِّلّٰهِ حَنِيْفًاۗ وَلَمْ يَكُ مِنَ الْمُشْرِكِيْنَۙ  ( النحل: ١٢٠ )

Indeed
إِنَّ
নিশ্চয়ই
Ibrahim
إِبْرَٰهِيمَ
ইবরাহীম
was
كَانَ
ছিলো
a nation
أُمَّةً
এক সম্প্রদায় (প্রতীক)
obedient
قَانِتًا
অনুগত
to Allah
لِّلَّهِ
জন্যে আল্লাহর
upright
حَنِيفًا
একনিষ্ঠ
and not
وَلَمْ
এবং না
he was
يَكُ
ছিলো
of
مِنَ
অন্তর্ভুক্ত
the polytheists
ٱلْمُشْرِكِينَ
মুশরিকদের

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

ইবরাহীম ছিল আল্লাহর প্রতি বিনয়াবনত একনিষ্ঠ এক উম্মাত, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না।

English Sahih:

Indeed, Abraham was a [comprehensive] leader, devoutly obedient to Allah, inclining toward truth, and he was not of those who associate others with Allah.

1 Tafsir Ahsanul Bayaan

নিশ্চয় ইব্রাহীম ছিল একজন ইমাম।[১] আল্লাহর অনুগত, একনিষ্ঠ এবং সে ছিল না অংশীবাদীদের অন্তর্ভুক্ত।

[১] أمة এর অর্থ ইমাম, নেতা। আর أمة উম্মাত জাতি অর্থেও ব্যবহার হয়। এই অর্থে ইবরাহীম (আঃ) ছিলেন একাই একটি জাতির সমান। (উম্মতের অর্থ সূরা হূদের ১১;৮ নং আয়াতের টীকায় দেখুন।)