Skip to main content

وَّجَعَلْنَا عَلٰى قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ يَّفْقَهُوْهُ وَفِيْٓ اٰذَانِهِمْ وَقْرًاۗ وَاِذَا ذَكَرْتَ رَبَّكَ فِى الْقُرْاٰنِ وَحْدَهٗ وَلَّوْا عَلٰٓى اَدْبَارِهِمْ نُفُوْرًا  ( الإسراء: ٤٦ )

And We have placed
وَجَعَلْنَا
এবং আমরা রেখে দিই
over
عَلَىٰ
উপর
their hearts
قُلُوبِهِمْ
অন্তরসমূহের তাদের
coverings
أَكِنَّةً
আবরণ
lest
أَن
যে (না)
they understand it
يَفْقَهُوهُ
তা তারা বুঝে
and in
وَفِىٓ
এবং মধ্যে আছে
their ears
ءَاذَانِهِمْ
কানগুলোর তাদের
deafness
وَقْرًاۚ
বধিরতা
And when
وَإِذَا
এবং যখন
you mention
ذَكَرْتَ
তুমি উল্লেখ করো
your Lord
رَبَّكَ
তোমার রবকে
in
فِى
মধ্যে
the Quran
ٱلْقُرْءَانِ
কুরআনের
Alone
وَحْدَهُۥ
তাঁর একত্ত্বতা
they turn
وَلَّوْا۟
তারা ফিরে
on
عَلَىٰٓ
দিকে
their backs
أَدْبَٰرِهِمْ
পিঠের তাদের
(in) aversion
نُفُورًا
ঘৃণায়

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর আমি তাদের অন্তরের উপর এক আবরণ দিয়ে দিয়েছি যাতে তারা কুরআন বুঝতে না পারে, আর তাদের কানে সৃষ্টি করেছি বধিরতা। আর যখন তুমি কুরআনে তোমার প্রতিপালকের একত্বের উল্লেখ কর, তখন তারা (সত্য থেকে) পালিয়ে পিছনে মুখ ঘুরিয়ে নেয়।

English Sahih:

And We have placed over their hearts coverings, lest they understand it, and in their ears deafness. And when you mention your Lord alone in the Quran, they turn back in aversion.

1 Tafsir Ahsanul Bayaan

আমি তাদের অন্তরের উপর আবরণ দিয়েছি, যেন তারা উপলব্ধি করতে না পারে এবং তাদের কানে বধিরতা দিয়েছি। আর যখন তুমি তোমার প্রতিপালকের একত্বের কথা কুরআনে উল্লেখ কর, তখন তারা পৃষ্ঠপ্রদর্শন করে সরে পড়ে। [১]



[১] أَكِنَّةٌ হল, كِنَانٌ এর বহুবচন। এমন পর্দা, যা অন্তঃকরণে পড়ে। وَقْرٌ কানের এমন বোঝা বা ছিদ্র বন্ধ করার এমন জিনিস যা কুরআন শোনার পথে প্রতিবন্ধক হয়। অর্থাৎ, তাদের অন্তর কুরআন উপলব্ধি করতে অক্ষম এবং কান কুরআন শুনে হিদায়াত লাভ করতে অপারগ। আর আল্লাহর তাওহীদকে তারা এত ঘৃণা করে যে, তা শুনে পালিয়ে যায়। আল্লাহর সাথে এই কাজগুলোর সম্পর্ক কেবল সৃষ্টির দিক দিয়ে, অন্যথা হিদায়াত থেকে তাদের বঞ্চিত হওয়া তাদেরই অবাধ্যতার ফল।