Skip to main content

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَذَرُوْا مَا بَقِيَ مِنَ الرِّبٰوٓا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ  ( البقرة: ٢٧٨ )

O you
يَٰٓأَيُّهَا
হে
who
ٱلَّذِينَ
যারা
believe[d]!
ءَامَنُوا۟
ঈমান এনেছ
Fear
ٱتَّقُوا۟
তোমরা ভয় করো
Allah
ٱللَّهَ
আল্লাহকে
and give up
وَذَرُوا۟
এবং ছেড়ে দাও
what
مَا
যা
remained
بَقِىَ
বকেয়া আছে
of
مِنَ
হতে
[the] usury
ٱلرِّبَوٰٓا۟
সুদ
if
إِن
যদি
you are
كُنتُم
তোমরা হও
believers
مُّؤْمِنِينَ
মু'মিন

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

হে মু’মিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং বাকী সূদ ছেড়ে দাও, যদি তোমরা ঈমানদার হও।

English Sahih:

O you who have believed, fear Allah and give up what remains [due to you] of interest, if you should be believers.

1 Tafsir Ahsanul Bayaan

হে বিশ্বাসীগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সূদের যা বকেয়া আছে তা বর্জন কর; যদি তোমরা বিশ্বাসী হও।