Skip to main content

সূরা ত্বোয়া-হা শ্লোক 35

إِنَّكَ
নিশ্চয়ই তুমি
كُنتَ
আছো
بِنَا
আমাদের উপর
بَصِيرًا
দৃষ্টিবান"

তাফসীর তাইসীরুল কুরআন:

তুমি তো আমাদের অবস্থা সবই দেখছ।’

1 আহসানুল বায়ান | Tafsir Ahsanul Bayaan

তুমি তো আমাদের সম্যক দ্রষ্টা।’ [১]

[১] অর্থাৎ, তুমি সমস্ত অবস্থা সম্পর্কে জ্ঞাত। আর তুমি যেমন আমার বাল্যকালে আমার প্রতি অনুগ্রহ করেছিলে, তেমনি এখনও তুমি তোমার অনুগ্রহ হতে আমাকে বঞ্চিত করো না।

2 আবু বকর মুহাম্মাদ যাকারিয়া | Tafsir Abu Bakr Zakaria

‘আপনি তো আমাদের সম্যক দ্রষ্টা।’

3 আল-বায়ান ফাউন্ডেশন | Tafsir Bayaan Foundation

‘আপনিই তো আমাদের সম্যক দ্রষ্টা’।

4 মুহিউদ্দীন খান | Muhiuddin Khan

আপনি তো আমাদের অবস্থা সবই দেখছেন।

5 জহুরুল হক | Zohurul Hoque

''নিঃসন্দেহ তুমি -- তুমিই আমাদের সম্যক দ্রষ্টা।’’