Skip to main content

আল মু'মিনূন শ্লোক ১১৫

اَفَحَسِبْتُمْ اَنَّمَا خَلَقْنٰكُمْ عَبَثًا وَّاَنَّكُمْ اِلَيْنَا لَا تُرْجَعُوْنَ  ( المؤمنون: ١١٥ )

Then did you think
أَفَحَسِبْتُمْ
কি তবে তোমরা মনে করেছিলে
that
أَنَّمَا
যে প্রকৃতপক্ষে
We created you
خَلَقْنَٰكُمْ
তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি
uselessly
عَبَثًا
অনর্থক
and that you
وَأَنَّكُمْ
আর (এও বুঝেছিলে) যে তোমরা
to Us
إِلَيْنَا
আমাদের কাছে
not
لَا
না
will be returned?"
تُرْجَعُونَ
তোমরা প্রত্যাবর্তিত হবে"

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তোমরা কি ভেবেছিলে যে, আমি তোমাদেরকে তামাশার বস্তু হিসেবে সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না?

English Sahih:

Then did you think that We created you uselessly and that to Us you would not be returned?"

1 Tafsir Ahsanul Bayaan

তোমরা কি মনে করেছিলে যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হবে না?