Skip to main content

اَمْ يَقُوْلُوْنَ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًاۚ فَاِنْ يَّشَاِ اللّٰهُ يَخْتِمْ عَلٰى قَلْبِكَ ۗوَيَمْحُ اللّٰهُ الْبَاطِلَ وَيُحِقُّ الْحَقَّ بِكَلِمٰتِهٖ ۗاِنَّهٗ عَلِيْمٌ ۢبِذَاتِ الصُّدُوْرِ   ( الشورى: ٢٤ )

Or
أَمْ
তবে কি
(do) they say
يَقُولُونَ
(এই লোকেরা) বলে
"He has invented
ٱفْتَرَىٰ
"সে রচনা করেছে
about
عَلَى
উপর
Allah
ٱللَّهِ
আল্লাহর
a lie?"
كَذِبًاۖ
মিথ্যা"
But if
فَإِن
তবে যদি
Allah (had) willed
يَشَإِ
ইচ্ছে করতেন
Allah (had) willed
ٱللَّهُ
আল্লাহ
He would seal
يَخْتِمْ
সীল করে দিতেন
[over]
عَلَىٰ
উপর
your heart
قَلْبِكَۗ
তোমার অন্তরের
And Allah eliminates
وَيَمْحُ
আর মুছে দেন
And Allah eliminates
ٱللَّهُ
আল্লাহ
the falsehood
ٱلْبَٰطِلَ
অসত্যকে
and establishes
وَيُحِقُّ
এবং প্রতিষ্ঠিত করেন
the truth
ٱلْحَقَّ
সত্যকে
by His Words
بِكَلِمَٰتِهِۦٓۚ
তাঁর বাণী দিয়ে
Indeed, He
إِنَّهُۥ
তিনি নিশ্চয়ই
(is) All-Knowing
عَلِيمٌۢ
খুব অবহিত
of what
بِذَاتِ
অবস্থা সম্পর্কে
(is in) the breasts
ٱلصُّدُورِ
অন্তরসমূহের

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তারা কি বলে যে, এ লোক আল্লাহর নামে মিথ্যা রচনা করেছে? আল্লাহ চাইলে তোমার হৃদয়ে মোহর মেরে দিতেন। বস্তুতঃ তিনি মিথ্যাকে মিটিয়ে দেন এবং নিজ বাক্য দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন। তিনি (সকলের) অন্তরে নিহিত বিষয় সম্পর্কে খুবই অবগত।

English Sahih:

Or do they say, "He has invented about Allah a lie"? But if Allah willed, He could seal over your heart. And Allah eliminates falsehood and establishes the truth by His words. Indeed, He is Knowing of that within the breasts.

1 Tafsir Ahsanul Bayaan

ওরা কি বলতে চায় যে, ‘সে (মুহাম্মাদ) আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করেছে’? (যদি তাই হত) তাহলে (হে মুহাম্মাদ!) আল্লাহ ইচ্ছা করলে তোমার হৃদয়ে মোহর করে দিতেন।[১] আল্লাহ মিথ্যাকে মুছে দেন[২] এবং নিজ বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন। অন্তরে যা আছে সে বিষয়ে তিনি নিঃসন্দেহে সবিশেষ অবহিত।

[১] অর্থাৎ, এই অপবাদে যদি সত্যতা থাকত, তবে আমি তোমার অন্তরে মোহর মেরে দিতাম। যার ফলে সেই কুরআনই মিটে যেত, যা তোমার নিজের মনগড়া বলে দাবী করা হয়। অর্থাৎ, আমি তোমাকে এর কঠিন শাস্তি দিতাম।

[২] এই কুরআনও যদি বাতিল হত (যা মিথ্যুকদের দাবী), তবে অবশ্যই মহান আল্লাহ একেও মিটিয়ে দিতেন। কারণ, এটাই (বাতিলকে মিটিয়ে দেওয়া হল) তাঁর নীতি।